div#ContactForm1 { display: none !important; }

cpaead group income

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন ফোন



রোটেটিং ক্যামেরার নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ৮০ এনেছে স্যামসাং। প্রযুক্তিপ্রেমীদের জন্য এবার তারা দেশের বাজারে নিয়ে এসেছে ফোনটি। নতুন এই ডিভাইসে রয়েছে মোটরাইজড মেকানিজম সিস্টেমের রোটেটিং ক্যামেরা সেটআপ, যার মাধ্যমে রিয়ার ক্যামেরা দিয়েই সেলফি তোলা যাবে। ক্যামেরাটি ১২৩ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে। এতে রয়েছে ট্রিপল ক্যামেরার ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স। ছাড়া ওয়াইড অ্যাঙ্গেল ভিউয়ের জন্য রয়েছে মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, এআর-ভিত্তিক পরিমাপক অ্যাপ্লিকেশন এবং বোকেহ ইফেক্টের জন্য রয়েছে থ্রিডি ডেপথ সেন্সর। নতুন এই ডিভাইসে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর, জিবি ্যাম এবং ১২৮ জিবি রম। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইনফিনিটি . ইঞ্চির এজ-টু-এজ ফুল এইচডি। ফোনটির ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা ইন্টেলিজেন্ট অ্যালগরিদম প্রযুক্তির মাধ্যমে ব্যাটারি পাওয়ারের অপচয় কমিয়ে আনতে পারে এবং কর্মদক্ষতা বজায় রাখে। গোস্ট হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক এবং অ্যাঞ্জেল গোল্ড- এই তিনটি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এ৮০। স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, রোমাঞ্চকর মুহূর্তকে ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে চান তাদের জন্য ফোনটি। ক্যামেরা, ডিজাইন এবং ফোনের পারফরম্যান্সে যুক্ত করা হয়েছে নতুন উদ্ভাবনী প্রযুক্তি। ফোনটির দাম ৭৭ হাজার ৪৯০ টাকা। তবে ৩১ আগস্ট পর্যন্ত চলবে বিশেষ ক্যাম্পেইন। এর আওতায় গ্রাহক ফোনে তিন হাজার টাকা ছাড়সহ পাবেন ডিসকাউন্ট ভাউচার। ব্র্যাক ব্যাংক এবং লংকা-বাংলা ফিন্যান্সের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবে ১২ মাসের ইএমআই সুবিধা। ছাড়া অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডে বিনা সুদে সর্বোচ্চ ছয় মাসের ইএমআই সুবিধা নিতে পারবেন।

Post a Comment

0 Comments